আশুলিয়ায় 'আশুলিয়া স্মার্ট পরিবহন'এর ওপর হামলা বাস চালক,হেলপার ও যাত্রীসহ আহত কয়েকজন

আশুলিয়া প্রতিনিধিঃ 
 ১৩ এপ্রিল (রবিবার) রাত ১২টার দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় একটি সহিংস ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই সময় একদল শ্রমিক ও রিকশাচালক মিলে 'আশুলিয়া স্মার্ট পরিবহন'-এর একটি বাসের চালক, হেলপার এবং যাত্রীদের ওপর হামলা চালায়।
হামলায় বাসটির চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন। এছাড়া, বাসটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি তদন্ত:ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে হামলার পেছনে কোনো পূর্ববিরোধ বা ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


Post a Comment

0 Comments