১৩ এপ্রিল (রবিবার) রাত ১২টার দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় একটি সহিংস ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই সময় একদল শ্রমিক ও রিকশাচালক মিলে 'আশুলিয়া স্মার্ট পরিবহন'-এর একটি বাসের চালক, হেলপার এবং যাত্রীদের ওপর হামলা চালায়।
হামলায় বাসটির চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন। এছাড়া, বাসটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি তদন্ত:ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে হামলার পেছনে কোনো পূর্ববিরোধ বা ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
হামলায় বাসটির চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন। এছাড়া, বাসটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি তদন্ত:ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে হামলার পেছনে কোনো পূর্ববিরোধ বা ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments